নিউজবাংলা ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে।

শনিবার ( নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে। যেখানে শনাক্তের হার দশমিক ১৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫৭ জন। নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।

মারা যাওয়া  ব্যক্তি পুরুষ। তার বয়স মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here