নিউজবাংলা২৪ ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক মারা গেছেন। রোববার রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তার এক নিকটাত্নীয় জানান।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, শনিবার দিবাগত রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরআগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। এরপরই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এসময় আইসিইউর প্রয়োজন ছিল। কিন্তু কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ৩ টা ১৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়েই মারা যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here