নিউজবাংলা ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প সামনে রেখে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা চলছে। প্রথম দিন ২৭ ক্রিকেটারের একজনেরও করোনা ধরা পড়েনি। আজ দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন বরিশাল থেকে আসা ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন। এ দফায় ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আজ ১৫ জনের পরীক্ষায় একজনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। ইফতেখারকে এ মুহূর্তে বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর কোয়ারেন্টিন চলবে ৭ দিন। এ সময় তিনি বিসিবি মেডিকেল দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন। প্রথম দিন নেগেটিভ ফল আসা ২৭ ক্রিকেটার এখন আছেন বিকেএসপিতে।
২০ আগস্ট অনূর্ধ্ব-১৯ দলের আরেক দফা করোনা পরীক্ষা হবে। ৪৫ জন ক্রিকেটারসহ প্রায় ৬০ জনের করোনা পরীক্ষা করা হবে। ২৩ আগস্ট শুরু হবে যুবাদের ক্যাম্প। করোনার অপ্রত্যাশিত অবসরের পর অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প দিয়েই ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।