নিউজ বাংলা ডেস্ক:
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, তার শুভাকাক্ষী যারা দেখতে হাসপাতালে আসছেন; দয়া ভিড় জমাবেন না। চিকিৎসা বা অন্য রোগীদের চিকিৎসার ব্যাঘাত না ঘটে, সেজন্য ওপরে উঠবেন না। যারা আসবে অনুভূতি প্রকাশ করতে তাদের জন্য নিচে খাতায় রাখা আছে, তাতে অনুভুতি প্রকাশ করতে পারেন।
আবদুস সোবহান গোলাপ বলেন, ওবায়দুল কাদের শারীরিক অবস্থা স্টাবল। ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ থাকবে। সিঙ্গাপুরের নেয়ার ব্যাপারে ডাক্তার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি, তারা সিদ্ধান্ত দিলে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তাকে বাইরে পাঠানো হবে বলেও জানান তিনি।