ছবি:সংগৃহীত

নিউজবাংলা বিনোদন:ফোর্বস ম্যাগাজিনের করা সর্বশেষ তালিকা থেকে প্রাপ্ত তথ্যমতে,বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার তালিকায় উঠে এসেছে কারদাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য মার্কিন মডেল, অভিনেত্রী, রিয়েলিটি শো তারকা কাইলি জেনারের নাম। আর এ সম্পদ তিনি উত্তরাধিকার সূত্রে নয়, ২১ বছর বয়সী কাইলি গড়েছেন নিজের যোগ্যতায়, কসমেটিকস ব্যবসার মাধ্যমে।

তিন বছর আগে শুরু করা কাইলি কসমেটিকস ব্যবসা থেকে শুধু গতবছরই আয় করেছেন ৩৬ কোটি ডলার।

সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার হিসেবে আবির্ভূত হওয়ার পথে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন কাইলি। জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে।

এই বিষয়ে কাইলি জেনার ফোর্বসকে বলেছেন, ‘আমি ভবিষ্যত জানতাম না। আমি কিছু প্রত্যাশাও করিনি। তবে খবরটা সত্যিই ভালো। খুবই উৎসাহব্যাঞ্জক।’যাদের সম্পদ কমেছে, তাদের মধ্যে আছেন ফেইসবুকের মার্ক জাকারবার্গ। তার সম্পদ গতবছরের ৬২ বিলিয়ন ডলার থেকে ৮.৭ বিলিয়ন ডলার কমে গেছে।

ফের্বসের এবারের বিলিনেয়ারের তালিকার দুই হাজার ১৫৩ জনের মধ্যে নারী মাত্র ২৫২ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি- ৯.৪ বিলিয়ন ডলারের মালিক চীনের রিয়েল এস্টেট ব্যবসায়ী উ ইয়াজুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here