হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি : করোনায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও টালমাটাল অবস্থা বিরাজ করছে । দিন দিন সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনায় যেন রক্ষে নেই, দোসর হয়েছে অক্সিজেন সঙ্কট। কোনও ক্রমে হাসপাতালে বেড মিললেও অক্সিজেন পেতে নাকাল হচ্ছেন রোগী ও তাঁদের পরিবার।
এই পরিস্থিতিতে কালীগঞ্জে করোনা রোগীর প্রাণ বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা প্রদানের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।”মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না “।এই উপলব্ধির জায়গা থেকে সহানুভূতি নিয়ে এগিয়ে আসলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ।বর্তমানে অন্যান্য উপজেলার ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও আশংকাজনক ভাবে বেড়ে চলেছে সংক্রমণ, বাড়ছে লাশের মিছিল। ঠিক সেই মুহুর্তে করোনা আক্রান্তদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ টি গ্রহণ করলেন মেয়র আশরাফ । তিনি জানান মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনারের নির্দেশে কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় নতুন ১০ টি অক্সিজেন সিলিন্ডার সহ ২০ টি অক্সিজেন সিলিন্ডারের নিরবিচ্ছিন্ন ফ্রি অক্সিজেন সেবা থাকছে কালীগঞ্জ পৌরবাসীর জন্য। কারোর অক্সিজেন প্রয়োজন হলে আমার ০১৭১১২৪৬৬৫৯ নাম্বারে ফোন দিলে অক্সিজেন সিলিন্ডার তার বাসায় পৌঁছে দেওয়া হবে। মেয়র আশরাফ করণা মহামারীর সময়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন ও সতর্ক ভাবে চলার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।করণা সংকটে পূর্বের ন্যায় কালিগঞ্জ পৌরবাসী আমাকে সব সময় কাছে পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here