হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন পাইকারি মৎস্য হাটা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। বৃষ্টির এই পানি সরে যেতে অনেক সময় লাগে। ফলে মাছ বেচাকেনায় বিপাকে পড়তে হয় মৎস্য ব্যবসায়ীদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় হাটু পানিতে দাঁড়িয়ে মাছ বেচা বিক্রি চলছে। এ সময় একজন আড়তদার শারিফ হসাইন এর সাথে কথা বলে জানা যায়, বর্ষার এই সময়টাতে আমাদের মাছ বেচা কেনা করতে খুব অসুবিধা হয়। কারণ বৃষ্টির পানি জমে থাকে।দ্রুত পানি বের হবার কোন ব্যবস্থা নাই।ফলে বাইরে থেকে আসা মৎস্য ব্যবসায়ীরা তাদের মাছ নিয়ে কালীগঞ্জের এই মাছ হাটায় আসার আগ্রহ হারিয়ে ফেলছে। কালিগঞ্জ মৎস্যজীবী ও আড়তদার সমিতির সভাপতি জনাব আবেদ আলী জানান, এ ব্যাপারে কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম আশরাফকে অবহিত করা হয়েছে। মেয়র মৎস্য ব্যবসায়ীদের সাথে বসে আলাপ-আলোচনার ভিত্তিতে পানি নিষ্কাশনের একটি সুষ্ঠু সমাধান করে দিবেন বলে আশা রাখেন সভাপতি আবেদ আলী।