হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :

 

স্থানীয় সরকার বিভাগের তৃতীয় ধাপের নির্বাচন আগামী কাল ২৮ নভেম্বর রবিবার। কালীগঞ্জে উপজেলার ১১ টি ইউনিয়নের সকল ভোট কেন্দ্রেসমূহে একযোগে বিরতিহীনভাবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এ জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।নির্বাচনকে ঘিরে ইতি মধ্যেই প্রার্থীরা যেখানেই ভোটার বা বেশি লোকজন দেখছেন সেখানেই তারা নিজে বা তাদের সমর্থকরা সেখানে গিয়ে তাদের প্রার্থীদের পক্ষে কথা বলছেন। এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পাড়া মহল্লা, হাট-বাজার, চা স্টল থেকে শুরু করে এলাকার সর্বস্তরে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা আগাম উন্নয়েনের ফিরিস্তি ভোটারদের সামনে তুলে ধরছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১১ টি ইউনিয়নবাসীকে অবাধ, সুষ্ঠ এবং শান্তিপ্রিয় একটি নির্বাচন উপহার দিতে চাই।

ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রে নির্বাচনী উপকরণ পৌছানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি সহ আনসার বাহিনী মোতায়েন থাকবে, কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নির্বাচন শান্তিপুর্ণ হবে বলে আশা প্রকাশ করছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here