হুমায়ুন কবির ,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥
আমি এসিল্যান্ড অফিস থেকে বলছি। আপনার হোটেলের নামের তালিকা করা হচ্ছে র্যাব, পুলিশ নিয়ে মোবাইল কোর্ট করা হবে। মোবাইলকোর্ট ঠেকাতে ও লিষ্ট থেকে নাম কাটাতে ৭০ হাজার টাকা দিতে হবে। এই টাকা দিলে আপনার প্রতিষ্টানের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর টাকা না দিলে আপনার হোটেলে দুই লাখ টাকা জরিমানা সহ প্রতিষ্টান সীলগালা করে দেওয়া হবে। শনিবার বিকালে ০১৯১২-৭৩০৫৬৮ নং মোবাইল থেকে এক অজ্ঞাতনামা ব্যাক্তি এসিল্যান্ড পরিচয়ে ওই কথাগুলি বলে কালীগঞ্জে হোটেল রেস্তোরা ও বেকারী সহ একাধিক প্রতিষ্টানে চাঁদা দাবী করেছে। এ ঘটনায় পরদিন সকালে ভূক্তভোগী শহরের ত্রি-ষ্টার হোটেলের মালিক নিরাপত্তা চেয়ে থানাতে একটি সাধারন ডায়েরী করেছেন। ভূক্তভোগী শহরের ত্রি-ষ্টার হোটেলের মালিক সাজ্জাত হোসেন জানায়, গতশনিবার বিকাল ৪.১৮ মিনিটের সময় ০১৯১২-৭৩০৫৬৮ নং মোবাইল থেকে হোটেল মালিক সাজ্জাদের ০১৭৩৪-৭২১৯৯৪ নং মোবাইলে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে এসিল্যান্ড অফিসের লোক পরিচয়ে তার প্রতিষ্টানে মোবাইলকোর্ট অভিযান বন্ধ করতে ৭০ হাজার টাকা চাঁদা দাবী করেন। এবং এখনি এসেই টাকাটি নিবেন বলেও জানায়। এরপর বিষয়টি তিনি তাৎক্ষনিক আশপাশের লোকজনকে অবহিত করায় স্থানীয়রা জড়ো হওয়াতে প্রতারক চক্রটি আর আসেনী। তার ভাষ্য, কোন প্রতারক চক্র প্রতারনার মাধ্যমেই এই চাঁদাবাজির চেষ্টা চালাতে পারে। তিনি আরো জানান, শহরের ঢাকা সুইট ও মুসলিম বেকারীসহ আরো কয়েকটি প্রতিষ্টানে চাঁদাবাজির চেষ্টা করে প্রতারক চক্রটি। কালীগঞ্জ থানার এস আই সুজাত হোসেন জানান, চাঁদাবাজির চেষ্টার বিরুদ্ধে থানাতে একটি জিডি হয়েছে। কোন প্রতারক চক্র এহেন কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তিনি দ্রুত বিষয়টি উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন। কালীগঞ্জ এসিল্যান্ড অফিসের সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, হোটেলে চাঁদাবাজি চেষ্টার কথাটি তিনি শুনেছেন। কোন প্রতারক চক্র তার অফিসের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করার চেষ্টা করতে পারে। তিনি ওই প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যাবস্থা নিবেন বলেও জানান।