হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কালাজ্বর প্রতিরোধে করণীয় শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আর.এমও ডা. সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে কালাজ্বরের লক্ষণ, প্রতিকার সম্পর্কে উপস্থিত স্বাস্থ্যকর্মী, মিডিয়াকর্মীসহ ৩০ জনকে এ রোগ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও উন্নয়ন সংস্থা এসেন্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, টিএইচ ডা. অরুণ কুমার বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. শেখ মুহঃ আব্দুস সামাদ, এসেন্ড বাংলাদেশের রিজিওনাল মেডিকেল অফিসার ডা. মীর মাহাবুব সাদিক, স্বাস্থ্য অধিদপ্তরের কীট তত্ত্ববিদ জোবায়েদ খলিল, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা, প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, নাছির চৌধুরী, ইলিয়াস রহমান মিঠু, একরামুল হক সংগ্রাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী সাজু, প্রেসক্লাব সম্পাদক সাবজাল হোসেন, ব্যবসায়ী নেতা মনিরুল ইসলাম, আলহাজ্ব ফরিদ উদ্দিন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, হাসপাতালের পরিসংখ্যান অফিসার মাইনুর রহমান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন ছাড়াও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।