হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ আলমের কনিষ্ঠ পুত্র মোঃ শামীম হোসেন (২৮) মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হন। ৫ নভেম্বর রবিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শামীম নিজে মোটরসাইকেল চালিয়ে চট্টোগ্রামে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় শহরের মধ্যে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই নিহত হন শামীম এবং তার মোটরসাইকেলের পেছনে বসা বন্ধুর শ্যালক মারাত্মকভাবে আহত হন।মৃত্যুকালে শামীম স্ত্রী ও ১৪ মাস বয়সী ফুটফুটে এক কণ্যা সন্তান রেখে গেছেন। শামীম পেশায় একজন গার্মেন্টস ব্যাবসায়ী ছিলেন। রহমানিয়া মার্কেটের দোতালায় তার দোকান ছিল। শামীমের মৃত্যুর সংবাদ জানতে পেরে বন্ধু – বান্ধব, আত্মীয়, ব্যবসায়ীসমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। নিহত শামীমের মেজো ভাই কামরুল হাসান জানান, অল্প কিছু দিন হলো আমাদের মা মারা গেছেন।সেই শোক কাটতে না কাটতেই আমার আদরের ছোটো ভাইয়ের এই অকাল মৃত্যুর সংবাদটি শয়বার শক্তি আমার ও আমার পরিবারের নাই।চট্টগ্রামে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দ্রুত কালীগঞ্জে আমাদের নিজ বাড়িতে আনা হবে। পরিবারের সাথে আলোচনা করে জানাজার সময়সূচি জানানো হবে।