হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে সারা দেশের ন্যায় কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো:হামিদুল ইসলাম হামিদ, কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ইসরাইল হোসেন জীবন, বিএনপি নেতা মতিয়ার রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ কালীগঞ্জ শহরের মূল বাজার, নলডাংগা রোড,হাসপাতাল সড়কে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যাবসায়ীদের সাথে কথা বলেন ও লিফলেট প্রদান করেন।উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ জানান,জাতীয়তাবাদী দল দেশ ও দেশের জনগণের স্বার্থে রাজনীতি করে। বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা মোটেই সংগঠিত নয়। করোনার নিদারুণ কশাঘাতে সাগরের ঢেউয়ের মতো ক্ষুধার জ্বালা আছড়ে পড়ছে। করোনার প্রভাবে কাজের ক্ষেত্র সীমিত হওয়ায় আয়ের পরিমাণ কমে গেছে, অনেকে এখনো কর্মহীন। এ অবস্থায় নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত পণ্যমূল্য মানুষকে দারুণভাবে হতাশ করেছে। নিম্নবিত্ত-মধ্যবিত্তের কাছে এখন বাজারে যাওয়া মানেই আতঙ্ক আর অস্থিরতা। বাজার যেন লাগামহীন, দেখার কেউ নেই। কালোবাজারি, মুনাফাখোর, মজুতদার প্রভৃতির কারণে খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, মরিচ, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ কঠিনতর হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারের এ দুর্বিসহ অবস্থা দু’একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে দাম বাড়ানোর যে সংস্কৃতি তৈরি হয়েছে তা থেকে দেশের সব পর্যায়ের ভোক্তা-ক্রেতা শ্রেণির যেন পরিত্রাণ নেই। আয়ের তুলনায় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য হরদম বেড়েই চলেছে।কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষথেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।