হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে নারী নির্যাতন, ধর্ষণ ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক জগবন্ধু সিংহ নন্দী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ,। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি বলেন, ধর্ষণ একটি অপরাধ। এ অপরাধের শাস্তি অনিবার্য। তিনি বলেন, সম্প্রতি ধর্ষণের সর্বচ্চ শাস্তি মৃত্যুদÐ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ নিয়ে অপরাজনীতির কোনো সুযোগ নেই।