হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি:
‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’, ‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’, ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’-এ ধরনের বিভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে ২ নং বিট পুলিশিং সমাবেশে কালীগঞ্জ থানা ইনচার্জ অফিসার মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক শিবুপদ বিশ্বাস, ২ নং বিটের ইনচার্জ রিফাত ইমরান প্রমুখ। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।