হুমায়ুন কবির, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ কালীগঞ্জে সামান্য বৃষ্টি হলেই পৌরসভাধীন খুচরা কাঁচাবাজারে পানি জমে। ভারী বর্ষণে তো পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। পুরো বাজার পানি কাদায় বিশ্রী অবস্থার সৃষ্টি হয় ।
সংস্কার আর সচেতনতার অভাবে কালীগঞ্জের প্রধান এই বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে রয়েছে। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাজার ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ব্যবসায়ীদের অভিযোগ, বাজার উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। সরেজমিনে কালীগঞ্জের খুচরা কাচা বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রবেশের গলির ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক।
বিশেষ করে পূর্ব দিক দিয়ে মাছ ও গোস বাজারে ঢোকার পরিবেশ থাকে না। তাছাড়া হাটের দিন বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা প্রকাশ্যে ড্রেনের ভেতর পচা মাছ-সবজি ও পচা খাবারসহ ময়লা-আবর্জনা ফেলছে।ড্রেনের পাশ দিয়ে চলাচল করতে গেলেই দম বন্ধ হয়ে আসে পচা ময়লা-আবর্জনার দুর্গন্ধে।তাই ক্রেতা বিক্রেতা উভয়েই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের দাবি জানাই।