হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ :
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে বুধবার বিকাল ০৪টার প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। কালীগঞ্জ উপজেলা ও পৌর উদোগ্যে প্রস্তুতি সভাতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আর মুকুল, কালিগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তফা আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম নুনু, আশরাফুল ইসলাম স্বপন প্রমূখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপন। প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, ফ্যাসিস্ট সরকারের দমন -নিপিড়ন, আওয়ামী সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দাবিতে বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে খুলনা বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করেন।