হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের তেঘরী গ্রামের সুকেশ ঘোষ এর ছেলে সুবোধ ঘোষ (৩৩) গত কাল সোমবার দুপুরের পর থেকে অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর কর্তব্যরত ডাক্তার জানান তিনি মারা গেছেন।তখন পরিবারের লোকজন পুনরায় তাকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জীবন কুমার দাস জানান,স্থানীয় লোকজনের মুখ থেকে জানতে পারেন কার্ত্যানীপূজা পূজা উপলক্ষে ১৪ নভেম্বর সারারাত জেগে সুবোধ ঘোষ আড্ডা দেই এবং অধিক পরিমাণে দেশীয় মদ পান করেন।ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানেই তার মৃত্যু ঘটেছে। ১৪ নভেম্বর সন্ধ্যায় জয় গোপাল ঘোষ নামে এক ব্যক্তি কালীগঞ্জ থানা পুলিশকে ঘটনাটি জানালে আমি তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে যাই। সেখানে গিয়ে তাদের কাউকে না পাওয়ায় তার বাড়ি তেঘুরী গ্রামে যায় এবং সেখান থেকে নিহত সুবোধ ঘোষের লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসি।আজ মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে।