হুমায়ুন কবির সোহাগ
কালীগঞ্জ(ঝিনাইদহ)

ঝিনাইদহের সদর থানায় স্বর্ণালঙ্কার চুরির একটি মামলায় অভিযুক্ত চোর চক্রের সদস্যদের নিয়ে ঝিনাইদহ থানা পুলিশের একটি টিম কালীগঞ্জে একটি জুয়েলার্স এর দোকানে অভিযান পরিচালনা করে ।ঝিনাইদহ সদর থানার তদন্ত ওসি এমদাদুল হকের নেতৃত্বে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কালীগঞ্জ মধুগঞ্জ বাজার সোনালী ব্যাংকের সামনে অবস্থিত শিকদার জুয়েলার্স থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। পূর্বে স্বর্ণচোরের এক মহিলা আত্মীয় কালীগঞ্জে শিকদার জুয়েলার্সে এসে চুরি করা স্বর্ণ বিক্রি করে যাই। ঐ মহিলাই সিকদার জুয়েলার্স এর স্বত্বাধিকারী দীপঙ্কর শিকদারকে পুলিশের নিকট চিহ্নিত করে দেয়। কালীগঞ্জ থানাপাড়ার মৃত প্রভাত শিকদারের ছেলে দীপঙ্কর শিকদার দীর্ঘদিন ধরে চোরাই সোনা কেনাবেচার সাথে জড়িত বলে জানায় ঝিনাইদহ সদর থানার এস আই পলাশ।তিনি আরও বলেন,কালীগঞ্জ থেকে গত রাতে চোরাই সোনা কেনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দীপঙ্কর শিকদারকে ঝিনাইদহ সদর থানায় আনা হয়।তার নামে মামলার প্রস্তুতি চলছে। কালীগঞ্জ থানা পুলিশ এ অভিযানে ঝিনাইদহ থেকে আসা পুলিশ টিমকে সহযোগিতা করে।কালীগঞ্জ জুয়েলারী সমিতির সভাপতি ওসমান আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, সমিতির পক্ষ থেকে পুলিশকে তাদের কাজে সহযোগিতা করেছি। কোনো স্বর্ণ ব্যবসায়ী যদি চোরাকারবারির সাথে যুক্ত থাকেন তাহলে তার দায়দায়িত্ব সমিতি নিবেনা।সেক্ষেত্রে প্রচলিত আইনের বিধানই অভিযুক্তের জন্য প্রযোজ্য হবে বলে আমি মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here