হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ কলেজ রোডস্থ কাঁচা ও পাকামাল আড়তের সামনে প্রত্যাশা ২০২১ ফোরাম, কালীগঞ্জ, ঝিনাইদহ-এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রত্যাশা ২০২১ ফোরামের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক বশির আহমেদ চন্দন, কাঁচা ও পাকামাল আড়ৎ ব্যাবসায়ী সমিতির সাধারণ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোমিন খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, গত চার মাসে কালীগঞ্জের বিভিন্ন গ্রামে প্রায় ২১ কৃষকের ফসল কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে শত্রæতা করে রাতের আধারে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড় করছে দুর্বৃত্তরা। কখনও পুকুরে কীটনাশক বা গ্যাস বড়ি ব্যবহারের মাধ্যমে মাছ নিধন করছে। কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করলেও দুর্বৃত্তরা ফসলের সাথে শত্রæতা করে স্বপ্ন ভাঙছে কৃষকদের। প্রশাসন বলছে, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও গোষ্টিগত বিরোধের জেরে এমনটি হয়ে থাকে। এসকল অপরাধীদের ফৌজদারী আইনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চেষ্টা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here