হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান তৃতীয় বারের মতো সাময়িক বরখাস্ত হয়েছেন।সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।প্রধান শিক্ষক বিদৌরা আক্তার পত্রে উল্লেখ করেছেন, গত ১৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের কক্ষে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তাছাড়া তাকে নিয়ে ৪/৫ জন শিক্ষকের সম্মুখে যে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করেছেন (যা উচ্চারণের অযোগ্য) তা প্রতিষ্ঠান বিরোধী ও চাকুরি বিধি লঙ্ঘন করে বলে নি¤œ স্বাক্ষরকারী মনে করে। তার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে আপনাকে দুই বার কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশে ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর তারিখের জবাব সন্তোষজনক নয় বলে মনে করে নিম্ন স্বাক্ষরকারী। গত ২০ সেপ্টেম্বর কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে ২৩ সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। পত্রে আরো উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। তবে বিদ্যালয়ের পাঠদান, অতিরিক্ত পাঠদানসহ কোন কার্যক্রমে অংশগ্রহন করা যাবে না। অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান জানান, সাময়িক বরখাস্তের ব্যাপারে তিনি এখনো কোন চিঠি পাননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার জানান, স্কুলটির সভাপতি এমপি মহোদয়। তিনি আসলে সাময়িক বরখাস্তের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, এর আগে শিক্ষক হাফিজুর রহমান স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে দুইবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। সেই সময়ে তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে আন্ডার টেকেন মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছিলেন। এছাড়াও তুচ্ছ বিষয়ে বেধড়কভাবে ১৬ ছাত্রীকে মারপিটে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।