হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আরিফ মোল্ল্যা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই খবর শুনে শত ব্যস্ততার মাঝেও সাংবাদিক আরিফ মোল্ল্যার খোঁজখবর নিতে ২ নভেম্বর রাত ১১ টায় যশোর পঙ্গু হাসপাতালে যান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এসময় তার সাথে ছিলেন মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, রাজু আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন সাধারণ সম্পাদক সাজ্জাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।এমপি আনার তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

 

কথা বলেন বিশেষজ্ঞ ডাক্তার ও সাংবাদিকের পরিবারের সাথে। উল্লেখ্য সাংবাদিক আরিফ মোল্লা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবরের কালীগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি দপুরে বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন করে মোটর সাইকেলযোগে শহরে ফিরছিলেন। পথিমেধ্যে কালীগঞ্জ -আড়পাড়া সড়কের বলরামপুরবাজারের নিকটে আসলে সামনে থেকে বেপরোয়া গতির একটি ইজিবাইক তার মোটর সাইকেলে সজোরে আঘাত করে। এ সময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সাথে সাথে তিনি পাকা সড়কে আছড়িয়ে পড়লে তার ডান পা চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। পরে সহকর্মিরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করেন। যশোর পঙ্গু হাসপাতালের পরিচালক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ জানিয়েছেন, সাংবাদিক আরিফের ডান পায়ের হাঁটু চুর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার শরীর থেকে পর্যাপ্ত রক্তক্ষরন হয়েছে। এক কথায় তার অবস্থা গুরুতর। রাতেই তার দুইটি অপারেশন করা হয়েছে। ৭২ ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাধারন সম্পাদক সাবজাল হোসেন এছাড়াও কালীগঞ্জের কর্মরত সকল সাংবাদিক সহকর্মিরা আরিফ মোল্যার সুস্থতায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here