হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি :
কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড তথা হেলাই গ্রামের ক্রীড়াপ্রেমীদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে হেলাই ফুটবল একাডেমি। এখানে গ্রামের তরুণ ছেলেদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। একাডেমির সিনিয়র খেলোয়াড়েরাই নতুনদেরকে প্রশিক্ষণ দিয়ে আগামীর জন্য তৈরি করছেন।হেলাই ফুটবল একাডেমির অনেক খেলোয়াড় পৌর,উপজেলা, জেলা ও বিভাগে বিভিন্ন টুর্নামেন্ট এ খেলে থাকেন। ঐতিহ্যবাহী হেলাই ফুটবল একাডেমিকে আরো ভালোভাবে পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার সাগর পারভেজ নানাভাবে সহযোগিতা করে আসছেন অনেক আগে থেকেই। পূর্বের ন্যায় এবারও তিনি হেলাই ফুটবল একাডেমির ৩০ জন খেলোয়াড়কে জার্সি,প্যান্ট,বুট,মোজা, চারটি ফুটবল ও গোলবারের জন্য দুইটি নেট প্রদান করেন। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার সাগর পারভেজের সাথে কথা বললে তিনি জানান, হেলাই গ্রামে আমার জন্ম, আমার ছেলেবেলা কেটেছে এই গ্রামেই। এই গ্রাম, গ্রামের মানুষ সকলের প্রতি আমার ভালোবাসা রয়েছে। তাছাড়া আমি একজন ফুটবলপ্রেমী হিসেবে ফুটবল খেলার প্রতি আমার দুর্বলতাও রয়েছে। তাই আমি হেলাই ফুটবল একাডেমিকে আরো ভালোভাবে এগিয়ে নিতে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি। আমি মনে করি হেলাই গ্রামের যুবক ছেলারা যদি নিজেদেরকে এই একাডেমির মাধ্যমে একজন ভালো ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে একদিকে যেমন তার নিজের ভালো হবে অন্যদিকে গ্রামের মুখও উজ্জ্বল হবে। হেলাই ফুটবল একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক জনাব সবুর হোসেন জানান, ঐতিহ্যগতভাবে হেলাই ফুটবল টিমের সুনাম আছে। আর এই সুনাম ধরে রাখতে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি ইঞ্জিনিয়ার সাগর পারভেজকে ধন্যবাদ জানান হেলাই ফুটবল একাডেমির খেলোয়াড়দেরকে ক্রীড়া সামগ্রী প্রদানের জন্য।