হুমায়ুন কবির সোহাগ, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহফুজুর রহমান মিয়ার নির্দেশনায় ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে ১২ আসামীকে গ্রেপ্তার করা হয়।তালিকাভুক্ত আসামী গ্রেপ্তারের জন্য পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন মতলেবুর রহমান(ওসি তদন্ত)।তার সহযোগী হিসাবে ছিলেন, এস আই জাকারিয়া মাসুদ,এস আই কাবিরুল ইসলাম, এস আই আশিক, এস আই আলামিন,এস আই লিটন ও এ এস আই নুর ইসলাম। মোট ১২ আসামীর মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত রয়েছেন ৯ জন।তারা হলেন,সাদ্দাম,মিলন,কামাল,
ফিরোজ,আরিফুজ্জামান, ইব্রাহিম বিশ্বাস, সাইদুল ইসলাম খোকন, কাজল আলী ও তৌহিদ হোসেন। এদের মধ্যে র্যাব – ৬ ঝিনাইদহ থেকে আসা এস আই জসীমের নেতৃত্বে একটি টিম আদালতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক তৌহিদ হোসেনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে গত রাতে। একই দিনে কালীগঞ্জ থানার নিয়মিত মামলায় নাজমুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিল্লাল হোসেন ও বিদ্যুৎ হোসেন নামের দুই জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট গ্রেপ্তার হওয়া ১২ আসামিকে আজ শুক্রবার বেলা ১২ টায় কালীগঞ্জ থানা থেকে আদালতের উদ্দেশ্যে ঝিনাইদহ পাঠানো হয়েছে।এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান,আমাদের নিয়মিত কার্যবিধির অংশ হিসেবে তালিকাভুক্ত আসামীদেরকে ধরতে এই অভিযান পরিচালিত হয়েছে।কালীগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কালীগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।