হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ আজ ৩১ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে চুরি হাওয়া ১৫ টি গরু উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। গরুগুলো খুলনার ডুমুরিয়া থানাসহ বিভিন্ন থানা থেকে উদ্ধার করা হয় বলে তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী জানান। কালীগঞ্জ থানায় একটি গরু চুরির মামলা ও কয়েকটি গরু চুরির অভিযোগের প্রেক্ষিতে গরুগুলো উদ্ধারের এবং চোরদের আটকের জন্য তৎপরতা চালিয়ে আসছিল পুলিশ।গরু চুরির অপরাধে সাতজন আসামিকেও আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। বর্তমানে তারা কালীগঞ্জ থানা হাজতে রয়েছে। আর গরুগুলো থানা এরিয়ায় আম গাছের নিচে বাধা রয়েছে। ১৫ টি গরুর মধ্যে গাভী, বাছুর ও ষাড় রয়েছে।কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান,আবুল বাশার (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঝিনাইদহ) স্যারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং এই গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। গরু উদ্ধারের খবর পেয়ে অনেকেই তাদের হারিয়ে যাওয়া গরু উদ্ধার হলো কিনা তা দেখতে থানায় আসে।যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গরুগুলোর প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে বলেও তিনি জানান। থানায় গরু দেখতে আসা ফয়লা গ্রামের সাগর হোসেন জানান,১৩ অক্টোবর রাতে আমাদের বাড়ির গোয়াল ঘর থেকে সাতটি গরু চুরি করে নিয়ে যায়। তারপর আমার থানায় একটি অভিযোগ দায়ের করি। আজ সন্ধ্যায় থানায় গরু উদ্ধার করে আনা হয়েছে জানতে পেরে ছুটে আসি এবং আমাদের ৫ টি গরু সেখানে দেখতে পাই।হারিয়ে যাওয়া সাতটি গরুর মধ্যে পাঁচটি গরু দেখে তার চোখে-মুখে আনন্দে ছাপ ফুটে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here