হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে ” ভ্যানচালক বাবার একমাত্র মেয়ে রুম্পা বাঁচতে চাই “পোস্ট দেখে অসহায় মেয়েটির সাহায্যে এগিয়ে আসলেন মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি রুম্পার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা ও ঢাকায় পাঠানোর জন্য এম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এছাড়াও রুম্পার চিকিৎসার জন্য তিনি সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন। রোববার রাতে ঢাকায় পাঠানোর সময় টাকা প্রদান করেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন ক্যাডারে কর্মরত বড় ভাই দুই হাজার টাকা দিয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাকুলিয়া গ্রামের ভ্যানচালক আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে রুম্পা (১১)। শ্রীরামপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী। ডিম্বাশয়ে টিউমার। দ্রুত অপরাশেন না করালে রুম্পাকে বাঁচানো সম্ভব হবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অপারেশনে খরচ হবে প্রায় ৩ লক্ষ টাকা।চিকিৎসকেরা জানিয়েছেন, টিউমার যত বড় হবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ইতি মধ্যে একটা পা পঙ্গু হয়ে গেছে। একমাত্র মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আয়ের শেষ সম্বল ভ্যানটাও বিক্রি করে দিয়েছেন। এখন রাজ মিস্ত্রির যোগালের কাজ করেন। এখান থেকে যা আয় হয় সেটা দিয়েই সংসার খরচ ও মেয়ের চিকিৎসায় খরচ করেন। মেয়ের চিকিৎসার খরচ ও সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অসহায় বাবার। অসহায় বাবা আনোয়ার হোসেন একমাত্র মেয়ে রুম্পাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আনোয়ার হোসেন। (রুম্পার পিতা) মোবাইল বিকাশ নং 01745-887781