হুমায়ুন কবির, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ আবারো নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১ টি ভোট কেন্দ্রের সবকটিতেই নৌকা প্রতীকের প্রার্থী মোট ১৯ হাজার ৩’শ ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত উৎসব মুখরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবারে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮’শ ৩৯ ভোট। আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল ইসলামের হাত পাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪’শ ৭১ ভোট।

রোববার পৌরসভায় ২১ টি কেন্দ্রে আধুনিক প্রযুক্তি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৫ শত ৭৭ জন। এরমধ্যে মোট ভোট পোল হয়েছে,২৬ হাজার ৮’শ ৩৯। ভোটারের উপস্থিতি ছিল ৬৬.০১ শতাংশ।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, ৫ম শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ ১৯ হাজার ৩’শ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন -৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পুরুষ মনিরুজ্জামান রিংকু এবং সংরক্ষিত ২ নং ওয়ার্ডের- সামসুন্নাহার বীনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here