হুমায়ুন কবির, ঝিনাইদহ
২৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের পঞ্চম ধাপের তফশীল অনুযায়ী মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্ষন্ত মেয়র পদে- ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে- ৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে- ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবারের নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আ’লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বিএনপি ধানের শীষের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমান, ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম ও স্বতন্ত্র স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান।
এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে জমা দিয়েছেন (পুরুষ) – ১ নং ওয়ার্ডে – ফরিদ আহম্মেদ, মতিয়ার রহমান পিন্টু, তহিদুল ইসলাম, মোশারফ হোসেন, রাশেদুল হক ও জহুরুল ইসলাম। ২ নং ওয়ার্ডে – সাংবাদিক আরিফ মোল্ল্যা, ফাইজুর রহমান, রুবেল মিয়া, হাফিজুর রহমান রুবেল, দিনোবন্ধু বিশ^াস, সাহিদুল ইসলাম, মিজানুর রহমান, রুবেল মিয়া, মুনছুর আলী ও ইমরান হোসেন। ৩ নং ওয়াডে- আশরাফুল ইসলাম, ফয়েজ উদ্দিন, মনিরুজ্জামান স্বপন, জিল্লুর রহমান, খায়রুল ইসলাম ও মোঃ আশরাফুজ্জামান। ৪ নং ওয়ার্ডে – বদিউজ্জামান সাজু, জামাল উদ্দিন, আব্দুর রহিম, মশিয়ার রহমান, শাহিনুর হোসেন, আরিফুজ্জামান ও মাসুদ আলী মালিতা। ৫ নং ওয়ার্ডে – মনিরুজ্জামান রিংকু ও আলমগীর হোসেন। ৬ নং ওয়ার্ডে – আনোয়ার হোসেন, নাসির উদ্দিন লিটন, হীরকুজ্জামান, আতিকুর রহমান, মিজানুর রহমান, সাহেদ আলী ও মনির আলী। ৭ নং ওয়ার্ডে – মোক্তার হোসেন, শফিকুজ্জামান রাসেল, শামিমুর রহমান ও আরাফাত হোসেন। ৮ নং ওয়ার্ডে – শাহিনুর ইসলাম, আরিফুল ইসলাম, মেহেদি হাসান সজল, মোহাম্মদ শাহ আলম, দুলাল হোসেন, রবিউল ইসলাম, আশাদুল ইসলাম ও সাদিক হোসেন সবুজ। ৯ নং ওয়ার্ডে – মার্জেদ আলী বিশবাসও ফিরোজ আহমেদ। এছাড়াও মহিলা সংরক্ষিত ১ নং ওয়ার্ডে – ছবি রাণী দেবনাথ ও রিতা বিশ^াস। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে – সামসুন্নাহার বীনা (বিনা প্রতিদ্বন্দিতায়)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে – আন্জু বেগম, সুস্মিতা রানী পাল, সৌদিয়া পারভিন পান্না, হেনা খাতুন ও সোহানা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী মঙ্গলবার ছিল জমাদানের শেষ দিন। এদিন শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ ফেব্রয়ারী যাচাই বাছাই, ১১ই ফেব্রয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।