হুমায়ুন কবির,ঝিনাইদহ :
পঞ্চম ধাপে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রয়ারী অনুষ্টিত হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী এবারের নির্বাচনে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ মোট সাতজন কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদবন্দিতা করেছেন।তারা হলেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে শাহিনুর হোসেন , গাজর প্রতীক নিয়ে মোঃ আরিফুজ্জামান, পাঞ্জাবি প্রতীক নিয়ে মশিয়ার রহমান,বতল প্রতীক নিয়ে মো: আব্দুর রহিম, ব্লাকবোর্ড প্রতীক নিয়ে বদিউজ্জামান সাজু উটপাখি প্রতীক নিয়ে মোঃ মাসুদ,ও ডালিম প্রতীক নিয়ে মোঃ জামাল উদ্দীন।এই ওয়াডে মোট ভোটার সংখ্যা ২৫২৫। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১২৫৬ জন এবং মহিলা ভোটার রয়েছেন১২৬৯জন।৪ নং ওয়াডে হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিমাত্র ভোট কেন্দ্রে ৮ টি বুথের মাধ্যমে সকাল ৮থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন চলবে বলেও তিনি জানান। নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়াড তথা হেলাই গ্রামের পাড়া মহল্লাতে প্রার্থীদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। এবার কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মধ্যে বর্তমানে প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে রয়েছেন পাঞ্জাবী প্রতীকের মোঃ মশিয়ার রহমান । তিনি প্রতিদিনই তার নেতা কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ডের চায়ের দোকান,মোড়ে মোড়ে ও বাড়ি বাড়ি গিয়ে পাঞ্জাবি প্রতীকে ভোট প্রার্থনা ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে তিনি বেশ সুবিধাজনক অবস্থানেই আছেন বলে হেলাই গ্রামের অনেক সিনিয়র ভোটাররা জানান। বর্তমানে তার কর্মী ও সমর্থকেরা একাট্টা হয়ে তার পক্ষে কাজ করছেন। যে কারনে এবার পাঞ্জাবী প্রতীকের সমর্থকরা জয়ের আশা করছেন ।পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মশিয়ার রহমান জানান, হেলাই গ্রামে আমার জন্ম, এই গ্রামের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। গ্রামের সাধারণ মানুষের অনুপ্রেরণায় আমি কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। দল-মত নির্বিশেষে গ্রামের সকলের ভোটে আমি জয়যুক্ত হলে বিগত দিনের ন্যায় গ্রামের সার্বিক উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।এবারে প্রথম বারের মত ইভিএম মেশিনে ভোট গ্রহন করা হবে। সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন করার লক্ষে নির্বাচন অফিসের সকল প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে।