নিউজ বাংলা ডেস্ক: সত্যিই পৃথিবীতে এমন এক জায়গা আছে ‌যেখানে থমকে যায় বয়স। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, পাকিস্তানের গিলগিট-বালটিস্তান প্রদেশের হুনজা ভ্যালি হচ্ছে তেমনিই একটি স্থান, যেখানে গেলে ‌যে কেউই তরুণী কন্যা ও তার মা আর দিদিমাকে একসঙ্গে দেখলে গুলিয়ে ফেলবেন। সত্তর বছর বয়সেও তাদেরকে টগবগে ‌যুবকের মতো দেখায়। তাইতো এ জায়গাকে বলা হয় ভূস্বর্গ। এজন্যেই সেখানে দেশ বিদেশের বহুলোক ভিড় জমায়।

পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের একটা অংশ হচ্ছে হুনজা ভ্যালি। এ স্থানকেও বলা হয় ভূস্বর্গ এবং পৃথিবীর ছাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফিট উপরে হিমালয়ের কোলে পাহাড় ঘেরা এই ভ্যালির সৌন্দর্য আর নির্মল পরিবেশ সবাইকে টেনে নেয়। এখানকার পরিবেশ এতটাই নির্মল ‌যে রোগ বালাই ধারে কাছেও ঘেঁষে না।

সেখানকার প্রাচীন হুনচা জাতীর লোক প্রায় ১২০ বছরও সুস্থ শরীরে বেঁচে থাকেন। ৬০ বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারেন এখানকার নারী। এখানকার মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকেন কর্মক্ষম। এসবের প্রধান কারণ এখানকার নির্মল প্রকৃতি এবং তাদের জীবন‌যাত্রার মান।এখানকার মানুষ নিজেদের উৎপাদিত শাক-সবজি, ফল, আর পালিত পশুর দুধ-মাংস ছাড়া কিছুই খান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here