নিউজ বাংলা ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আমদহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন একই এলাকার জয়ভোগা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে নূপুর আক্তার (৩০) ও তার স্বামী আরিফুল ইসলাম (৩৩। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঘরের বৈদ্যুতিক তার ছিড়ে আরিফুল ইসলাম তড়িতাহত হয়। এ সময় নূপুর আক্তার তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দেখে আরিফুল ইসলামের মামাতো ভাই গণি তাদের রক্ষা করতে গিয়ে সেও তড়িতাহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার নূপুর আক্তার ও আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত গণিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।