নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া  ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।
এদিকে জেলায় কঠোর বিধি নিষেধ বা লকডাউন চলা সত্ত্বেও করোনা আক্রান্তের সংখ্যা যেমন কমানো যাচ্ছে না, তেমনি প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু সারি। টানা লকডাউন চললেও ঘরে থাকছে না মানুষ। লকডাউন কার্যকর করতে পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে বাঁশ বেধে চেকপোস্ট বসিয়ে শহরমুখী মানুষকে ঠেকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলায় করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ৩১ জনকে ২৩হাজার ৩০০ টাকা জরিমানা করেছে এবং ১ জনকে কারাগারে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here