কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এর আগে গত ৯ মে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে শর্তসাপেক্ষে জেলার অভ্যন্তরীণ হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে জেলা ম্যাজিস্ট্রেট মো: আসলাম হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার মনিটরিং কমিটির সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় যে, বর্ণিত শর্তসমূহ মানুষের উপচে পড়া ভিড়, অসচেতনতা ও অবহেলার কারণে যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না এবং পার্শ্ববর্তী জেলার লোকজন বাজারে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এ জেলায় আসছে। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়বহভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সকল হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট, শপিংমলগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। ১৬ মে সকাল ৬টা থেকে এই নির্দেশ কার্যকর হবে।

বন্ধের এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে চিকিৎসা সিংশ্লিষ্ট জরুরি সেবা। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। (বিজ্ঞপ্তি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here