ক্যাটরিনার উপলব্ধি- ‍নিউজ বাংলা বিনোদন ডেস্ক:  দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খুবই সাদামাটা শাড়ি পরে নবদম্পতিকে শুভকামনা জানাতে গিয়েছিলেন এ সুন্দরী। জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগের ভারত সংস্করণে চলতি মাসের সংখ্যায় প্রচ্ছদকন্যা হয়েছেন বলিউডের অন্যতম আবেদনময়ী ক্যাটরিনা। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, প্রেম ও প্রেমে বিচ্ছেদ নিয়ে বেশ খোলামেলা আলাপ করেছেন ক্যাটরিনা কাইফ। ‘বরফি’ খ্যাত অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গল্প কে না জানে। কিন্তু তাঁদের সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পর ক্যাটরিনার জীবন কেমন কেটেছিল, সে সম্পর্কেও ভোগকে বলেছেন তিনি।

ক্যাটরিনা বলেন, ‘এটা সম্ভবত আমার জীবনের প্রথম ঘটনা, যখন আমি সত্যিই নিজের কথা ভাবছিলাম। এবং যখন তুমি নিজের দিকে তাকাবে, প্রায়ই, প্রথম যে ব্যাপারটা তুমি অনুধাবন করবে, তা হলো তুমি সত্যিই নিজেকে চেনো না। এটা না জানার সময়, অস্বস্তির সময়; কারণ তুমি তোমার প্রকৃত রূপটি দেখছ আর তুমি জানোই না আসলে কে তুমি।’

যা হোক, সেই দ্বান্দ্বিক দিনগুলো কাটিয়ে উঠিয়েছেন ক্যাটরিনা কাইফ। সেই দিনগুলোতে নিজের আরো কাছে এসেছিলেন তিনি।

পেছনের দিকে এখন তাকালে কী মনে হয় ক্যাটরিনার? তাঁর জবাব, ‘এখন মনে হয় সেসব আমার জন্য আশীর্বাদই ছিল। কারণ আমি নিজেকে চিহ্নিত করতে পেরেছিলাম। আমার চিন্তাপদ্ধতি, পুরো জীবন নিয়েই অনুধাবন করতে পেরেছি। একদম ভিন্ন পরিপ্রেক্ষিত থেকে সেসব দেখতে পারি এখন।’

এখনো কি কষ্ট অনুভব করেন ক্যাটরিনা? না, ক্যাটরিনা এই ধরনের আবেগে আর বিশ্বাসী নন। তিনি বলেন, ‘একের প্রতি নির্ভরতার আবেগ এখন এই গ্রহে ফিকে হয়ে গেছে। জীবনে যে সিদ্ধান্তই আসুক না কেন, সেটাই সেরা সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্ত তুমিই নিয়েছ!’

ক্যাটরিনা এখন সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সালমান খানের সঙ্গেও প্রেম ছিল ক্যাটরিনার। সে সম্পর্কও টেকেনি।

ক্যাটরিনাকে সর্বশেষ আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে দেখা গেছে। এই ছবিতে তাঁর নাচ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শিগগিরই মুক্তি পাবে ক্যাটরিনা অভিনীত ‘জিরো’। এ ছবিতে আরো রয়েছেন সুপারস্টার শাহরুখ খান ও ‘পিকে’ খ্যাত আনুশকা শর্মা। ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’। আর ‘ভারত’ মুক্তি পাবে আগামী বছরের ঈদে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here