নিউজবাংলা ডেস্ক:
ক্ষমতা কুক্ষিগত করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছেন। অন্য দেশকেও এ প্রযুক্তি সরবরাহ করছেন তিনি। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য আটলান্টিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনটি লিখেছেন দ্য আটলান্টিকের ডেপুটি এডিটর রস অ্যান্ডারসন। তিনি লিখেছেন, এআই ব্যবহার করে সামাজিক নিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠা করতে চান জিনপিং। যাতে খুব সহজেই সরকারের বিরোধিতাকারীদের চিহ্নিত করা যায়। চীন সরকার ইতোমধ্যেই দেশটির বিভিন্ন স্থান ক্যামেরা নজরদারির আওতায় এনেছে। খুব শিগগির সব গুরুত্বপূর্ণ জনবহুল স্থান ক্যামেরার আওতায় নিয়ে আসতে চায় জিনপিংয়ের সরকার।
চীন এমন প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে যাতে, যে কোনো জনবহুল স্থানে উপস্থিত যে কাউকে ক্যামেরার মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চিহ্নিত করা যায়। মুহূর্তের মধ্যে নির্দিষ্ট ব্যক্তির সব তথ্য পেয়ে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০৩০ সালের মধ্যে এআই প্রযুক্তিতে চীন আধিপত্য করবে- এমনটাই চান জিনপিং। তবে তার আগেই চীন এ প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে। নিজের ক্ষমতার খুঁটি শক্ত করতেই জিনপিংয়ের সরকার এত দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে নিজের প্রতিবেদনে উল্লেখ করেছেন রস অ্যান্ডারসন।
এর আগেও গণনজরদারির নানা পদক্ষেপ নিয়েছে চীন। ২০০৮ সালে বেইজিংয়ে গ্রীষ্মকালীন অলিম্পিকের আগে ইন্টারনেট ব্যবস্থার ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। একই চিত্র দেখা গেছে চলমান করোনাভাইরাস মহামারির সময়েও। যে কোনো ব্যক্তির সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহে মহামারির সময়টিতে বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়েছিল জিনপিং সরকারকে।