নিউজবাংলা ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের কাছে পরপর দুই টেস্টে হতাশাজনক হার হজম করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন অবস্থা কেন? সে বিষয়ে সবার কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। শুধু তাই নয়, অতি দ্রুত এ অবস্থার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সফরকারিদের ছুড়ে দেয়া ২৩১ রানের জবাবে টাইগাররা অলআউট হয়েছে ২১৩ রানে, ম্যাচ হেরেছে ১৭ রানের ব্যবধানে। যা কি না রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানের পরাজয়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত দ্বিতীয় ম্যাচটি হারল বাংলাদেশ।

অন্যদিকে প্রথম ম্যাচটিতে ছিল বোলারদের স্পষ্ট ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের সেই ম্যাচে এক পেসারের সঙ্গে দলে নেয়া হয়েছিল চার স্পিনার। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশন বদলায়নি, স্পিনার একজন কমালেও সেই এক পেসার নিয়েই নামে স্বাগতিকরা। এটি নিয়েই ক্ষুদ্ধ বিসিবি বিগ বস।

ম্যাচ ও সিরিজ হারের পর রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাপন বলেন, ‘হাতে গোনা কয়টা স্পিনার আছে আমাদের? সাকিবকে আপনি বাদ দিন। এ ছাড়া স্পিনার কয়টা আছে আমাদের? দুই-তিনজন… কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে।’

স্কোয়াডে বেশি পেসার নিয়েও না খেলানোয় ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘পরিবর্তন তো আনা হয়। খেলানো তো হয় না। এমনিও তো (স্কোয়াডে) পাঁচটা পেসার আছে। কিন্তু কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলেনি। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলেনি কেন?’

এসময় সবার কাছে জবাবদিহি চাওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাকে তো বলা হয়েছে (বেশি পেসার) খেলবে। পরে তো দেখি (মাঠে) নামছে না। ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে, আমরা কেউ নেই তো আর। (জবাবদিহি) চাইবো সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here