নিউজবাংলা ডেস্ক:

সত্যজিৎ রায়ের ‘অসমঞ্জবাবুর কুকুর’ গল্পে ব্রাউনিকে মনে আছে? চোখের সামনে কোনও মজাদার ঘটনা ঘটলে ‘হাসত’ ভবানীপুরের বাসিন্দা অসমঞ্জবাবুর পোষ্য কুকুর ব্রাউনি। তার হাসিই রহস্যময় করেছিল গোটা গল্পকে। সম্প্রতি জাপানের ‘উনি’ একই কারণে নেটদুনিয়ার সেনসেশন বনেছে। তবে জাপানের এই পোষ্যের হাসির কারণ হরেক রকম খাবার।

উনি জাপানের টোকিয়ো শহরে থাকে। শিবা ইনু ব্রিডের এই সারমেয়র বয়স মাত্র কয়েক মাস। কিন্তু এর মধ্যেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সেখান থেকে তার দৈনন্দিন জীবনের ছবি-ভিডিয়ো পোস্ট করা হয়। সেই সব ছবিতে দেখা যাচ্ছে, খাবার সামনে থাকলেই ‘হেসে’ ওঠে উনি। তা পিৎজা হোক বা চাউমিন। স্যালাড হোক বা আইসক্রীম।চোখের সামনে খাবার দেখলেই খুদে উনির মুখের অভিব্যক্তি দেখে মনে হয়, সে আনন্দে হাসছে। মুখের সেই অভিব্যক্তির মাধ্যমেই নেটাগরিকদের হৃদয়ে নিজের জায়গা করেছে উনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here