নিউজবাংলা২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা‘য় যান মান্না। তারা প্রায় পৌনে একঘণ্টা বৈঠক করেন।

এর আগে ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মান্না টেলিফোনে  বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, শুভেচ্ছা বিনিময় হয়েছে। ৩৫/৪০ মিনিটের মতো উনার সঙ্গে কথাবার্তা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের বিষয়টি খালেদা জিয়াকে বলেছেন বলে জানান মান্না।

এসময় তিনি বলেন, সমস্যা তো আছে। আল্লাহ নিশ্চয় আমাদের রহম করবেন। উনি বিশ্বাস করেন যে, সব সংকট কেটে যাবে।

খালেদা জিয়াকে কেমন দেখলেন- জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, মানসিকভাবে তিনি ভালো আছেন। তবে উনি হাতের আঙ্গুল সেভাবে নাড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না, খেতে পারেন না- এটা বললেন।

গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েছিল, তার অন্যতম শরিক মান্নার নাগরিক ঐক্য।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যান খালেদা জিয়া। গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here