নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক । বিকাল সাড়ে চার টায় তাদের মৃত ঘোষণা করেন। তার আগে বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হচ্ছে আব্দুল্লাহ আল নোমান (১৭) ও তার বন্ধু তাজউদ্দিন হোসেন তুহিন (২০)। তারা দুজনেই মাধ্যমিকের শিক্ষার্থী।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান,  বেলা ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা। এতে পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটর সাইকেলটি চালাচ্ছিলো নোমান।

খবর পেয়ে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here