
নিজস্ব সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁও শরীরচর্চা পরিষদ এক বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরিফ আলী খান, ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন ও হুসাইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়েশা খতুন।পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাদা মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা শাহজাহান হাওলাদার , সহ-সভাপতি জহুরুল হক, , সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা নাসীম আহমেদ, অর্থসচিব নূরুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুল বাসেত, আব্দুল কাইয়ুম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজয় দিবসের চেতনায় স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে তিনি আগামী সংসদ নির্বাচনে ঢাকা -৯ আসনে তাকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আহবান জানান। তিনি আগামী দিনে শরীর চর্চা পরিষদসহ এলাকার যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।