নিউজবাংলা ডেস্ক:
বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কুলখানি আজ। বাদ আসর এই কুলখানির আয়োজন করা হয়েছে। খোকার বড় ছেলে ইশরাক হোসেন বলেন, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন মাঠে বাদ আসর বাবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি । উল্লেখ্য, গত ৪ঠা নভেম্বর বেলা ১টা ৫০ মিনিটে (নিউ ইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিট) নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। সেখানে প্রথম দফা জানাজা শেষে বৃহস্পতিবার তার লাশ দেশে আনা হয়। লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে দেশে চার দফা জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জুরাইন কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয়।