নিউজবাংলা ডেস্ক:
করোনাভাইরাসের প্রভাব কমেনি। আগের মতো আছে ভয়-আতঙ্কও। তাতে কী! এগিয়ে যেতে এখন মানুষ আর করোনা যেন মুখোমুখি লড়াই করছে। যেমন টাইগার ক্রিকেটাররা ভয় উড়িয়ে মাঠে এসেছেন ব্যক্তিগত অনুশীলনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্যবিধি মেনে কঠোর নিরাপত্তা দিয়ে তাদের সেই অনুশীলনের জন্য ব্যবস্থা করেছে। একজন একজন করে ক্রিকেটার সামাজিক দূরত্ব রেখে অনুশীলন করছিল এতদিন। তবে এবার যেন সাহস বেড়েছে! বুধবার থেকে বিসিবির ব্যবস্থাপনায় শুরু হয়েছে গ্রুপ অনুশীলন। দু’জন এক সঙ্গে সেই ট্রেনিংয়ে অংশ নিচ্ছে।
ক্রিকেটারদের ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষার বিষয়টি বিসিবি জানে না বলেই জানিয়েছেন প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এর মধ্যে কিছুদিন আগে তামিম ইকবাল লন্ডন যাওয়ার আগে কোভিড-১৯ পরীক্ষা করেই দেশ
ছেড়েছিলেন। এ বিষয়ে বিসিবির চিকিৎসক বলেন, ‘আসলে তামিম ইকবাল দেশের বাইরে গেছেন বলে নিয়ম অনুসারে তাকে সেই পরীক্ষা করাতে হয়েছে। আর অন্যদের কথা আমরা অফিসিয়ালি জানি না। কেউ যদি লক্ষণ বা উপসর্গ দেখে কিংবা নিজের সন্তুষ্টির জন্য করিয়ে থাকেন সেটি ভিন্ন বিষয়। আমাদের তারা জানায়নি। তবে যতটা জানি এখন পর্যন্ত কেউ পজিটিভ হয়েছে এমন কিছু আমাদের বলেনি। কারো মধ্যে লক্ষণ আছে তাও শুনিনি।’
আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা শুরু হবে। দেশ ছাড়ার আগে মোট পরীক্ষা হবে তিনটি। এ নিয়ে বিসিবির সব প্রস্তুতিও সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। তিনি বলেন, ‘কবে পরীক্ষা হবে তা নিশ্চিত করেছি। সব পরীক্ষাই আমরা সরকারের সাহায্য নিয়ে করবো। এরই মধ্যে সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। তবে তিনটি পরীক্ষার মধ্যে একটি হবে বেসরকারিভাবে। সেটি হয়তো শুরুতেই।’
গ্রুপ ট্রেনিং নিয়ে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ‘আমরা একজন ব্যাটসম্যানের সঙ্গে একজন বোলার দিয়েছি। তবে জিম করছে আলাদা আলাদা সময়ে। তাদের ফিটনেসের উন্নতির কথা যদি বলেন, সবাই দারুণ করছে। অভিজ্ঞতা আছে তাদের সেটি দিয়েই ক্ষতি পুষিয়ে নিচ্ছে। আশা করি শ্রীলঙ্কা সফরের আগে একটি ফিট দলই আমরা পাবো।’ বলা চলে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিতে বেশ জোড় গতিতেই এগিয়ে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে প্রস্তুত হচ্ছে উইকেট। ক্রিকেটারদেরও গ্রুপ ট্রেনিং শুরু করে এগিয়ে রাখা হচ্ছে ক্যাম্পের এক ধাপ। এখনো সফরের সূচি প্রকাশ হয়নি। তবে এটা চূড়ান্ত, বাংলাদেশ দল সেপেটম্বরের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে।