নিউজবাংলা ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে রংপুরগামী ট্রাকের সঙ্গে সিরাজগঞ্জ থেকে আসা সবজিভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক ও হেলপারসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- পিকআপচালক বাবুল (৩২), প্রিন্টিং প্রেসের শ্রমিক জোবায়ের (৩৫), নজরুল (৩০), রিয়াজ (২৮) ও বুলবুল (৪০)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফলে। এছাড়া আহত দুজনের মধ্যে মিজানুর রহমানের (৬৫) বাড়িও বাউফলে। তবে অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, পিকআপে প্রিন্টিং প্রেসের মেশিন ছিল। প্রেসের শ্রমিকরা পিকআপে ঘুমাচ্ছিলেন। পিকআপটি টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় পৌঁছলে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় ট্রাকচালক ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যানটি দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপে থাকা চার শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হাসপাতালে নেয়ার পথে পিকআপ চালক বাবুলও মারা যান।