রামপ্রসাদ দীপু,ঘিওর (মানিকগঞ্জ)
মানিগঞ্জের ঘিওর উপজেলার মধ্য বাজারে শতবর্ষী পুকুরটি (গাজার পুকুর) ময়লা আবর্জনায় দূষিত হবার কারনে পানি ব্যবহার করতে পারছেনা বাজারের ব্যবসায়ীসহ এলাকার সাধারন জনগন। পয়োঃবর্জ্য, গৃস্থালি বর্জ্য, হোটেল ও বাজারের ময়লা আর্বজনা ফেলার কারনে পুকুরটি মারাত্মক দূষিত হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সূদৃষ্টি কামনা করছে এলাকার লোকজন।
জানা গেছে, দীর্ঘদিন অতিবাহিত হবার পরেও পুকুরটি সস্কার না করার দরুন ভরাট হয়ে গেছে পুকুরটির তলদেশ। অপর দিকে এক শ্রেণির প্রভাবশালী ব্যবসায়ীরা পুকুরের পাশের জমি রাতারাতি দখল করে নিচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকার কারণে পুকুরের চারপাশের অংশ দখল করে গড়ে উঠেছে একতলা দ্বিতলা ভবন। তবে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযানে ভাংচুর করা হলেও পুনরায় ওই সব দোকানিরা আবার দখল করে। ঘিওর পুরাতন কাপড় হাট, পুরাতন গরু হাট, ধান হাটের অনেক জমি দখল হয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ীরা চান্দিনা ভিটি লিজ নিয়ে ভাড়া দিচ্ছে। এই সব ব্যবসায়ীদের চান্দিনা লিজ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে লিজ দেওয়ার জন্য এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে বাজারের পুকুরটি খনন করলে এলাকার লোকজনের গোসলসহ অন্যান্য কাজ অনেক সুবিধা হত।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বাজারের নালা নর্দমা, বাসাবাড়ি, হোটেল, দোকানপাটের ময়লা আর্বজনা, কচুরিপানা,ও মানববজ্যে পুকুরটি কোন কাজে আসছেনা। আর্বজনায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানির সঙ্গে মিশে পুকুরের দুষিত ও ময়লা- আর্বজনাপূর্ন পানির গন্ধে পুরো এলাকা দুর্বিসহ হয়ে উঠেছে। পচা-ময়লা আর্বজনা দুগন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে পুকুর পাড়ের বাসিন্দারা। দুর্গন্ধময় পানিতে বিস্তর হচ্ছে মশার বংশ। দুষিত বর্জ্যরে দুর্গন্ধে আশপাশের বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের নাক চেপে অনেক কষ্টে ব্যবসা বানিজ্যসহ সকল প্রকার কাজকর্ম করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জন ব্যবসায়ী জানান, ৯০ দশকের দিকে এই পুকুরের পানি গোসল করাসহ সবাই বিভিন্ন কাজে ব্যবহার করতো। ঘিওরে এই পুকুরটি সুনাম ও ঐতিহ্য রয়েছে বহু দিন ধরে। কিন্তু একশ্রেনীর লোকজনের কারনে বর্তমানে ব্যবহার অযোগ্য হয়ে পরেছে। বাজারের এক শ্রেনীর লোকজন পুকুরে চারপাশে আর্বজনা ফেলার কারনে বাজারের পরিবেশ ও সুনাম মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, পুকুরের দুষিত পানি ব্যবহার ও বর্জ্যরে দুগর্ন্ধে মানুষের পেটের অসুখ, শরীরে বিভিন্ন স্থানে খুজলি, পাঁচরাসহ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হবে। পুকুরের ময়লা আর্বজনা পরিস্কার করা জরুরি প্রয়োজন বলে এলাকার অভিঞ্জ মহল জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, ইতোমধ্যে পুকুরটি সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা একটি প্রতিবেদন উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়েছে। আশা করছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here