নিউজ ডেস্ক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে  নতুন  ভর্তি হয়েছেন ১৩৬ জন । এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের ২৬ দিনে ২৭ জনের মৃত্যু হলো।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত সীতাকু-ের সাত মাস বয়সী লাবিবকে ২৫ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ ১২ টায় তার মৃত্যু ঘটে। বাঁশখালীর সাড়ে পাঁচ বছরের জাবেদকে ১৯ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সোয়া ১০ টায় সে মারা যায়। ফলে এ বছরে চট্টগ্রামে ৫২ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এদের মধ্যে শিশু ২১, মহিলা ১৮ ও পুরুষ ১৩ জন।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩৬ রোগী। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন। সরকারি হাসপাতালে ৮৭ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রামে ২৬, জেনারেল হাসপাতালে ৭, বিআইটিআইডি’তে ১৯ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৭ জনে। এদের ৩ হাজার ৬৯ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ১৪৮ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯২৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here