নিউজ বাংলা ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট ফেরত এক বিমানযাত্রীর কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। আটক দিদারুল আলমের বাড়ি চট্টগ্রামের রাউজানে। বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটে মঙ্গলবার সকাল ১০টায় তিনি চট্টগ্রামে নামেন। বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, দিদার ইমিগ্রেশন পার হওয়ার পর কাস্টমসের আনুষ্ঠানিকতা না সেরে দাঁড়িয়ে ছিলেন। আচরণে সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে ৯৬টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১১ কেজি ২০০ গ্রাম জানিয়ে মিলন বলেন, দিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার শাহ আমানতে আবুধাবি থেকে আসা বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০ সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই সোনার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা ।