নিউজবাংলা ডেস্ক:

অবশেষে অবমুক্ত হলো জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য উইচার’-এ হেনরি ক্যাভিলের প্রথম লুক। জনপ্রিয় ‘উইচার’ উপন্যাসের লেখক আন্দ্রেজ সাপকোভস্কির উদ্ধৃতি দিয়ে ৫ অক্টোবর সকালে ক্যাভিল নিজেই নতুন লুকের ছবিগুলো শেয়ার করেছেন।

ভাইরাল হওয়া সেসব ছবিতে দেখা যায় একেবারে নতুন বর্মে রিভিয়ার দানব স্লেয়ার জেরাল্টকে।

নেটফ্লিক্সের সফলতম সিরিজ ‘দ্য উইচার’-এর প্রথম সিজন মুক্তি পাওয়ার পরই সারা বিশ্বের দর্শকের মধ্যে আলোড়ন তৈরি করে। সব থেকে বেশি আলোচনার জন্ম দেয় সুপারম্যান’খ্যাত হেনরি কাভিলের দূর্দান্ত অভিনয়।

নেটফ্লিক্সে সিরিজটির দ্বিতীয় পর্বেও তার দেখা মিলবে জনপ্রিয় উপন্যাস এবং উইচার ভিডিও গেমসের বেশ কিছু নতুন চরিত্র নিয়ে।

করোনা ভাইরাস মহামারীর কারণে মার্চ মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় মৌসুমের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর ১৭ আগস্ট আবারো শুরু হয় সিরিজটির চিত্রগ্রহণের কাজ।

সিরিজটির নতুন চরিত্রের মধ্যে রয়েছেন ‘গেম অফ থ্রোনস’ তারকা ক্রিস্টোফার হিভজু। তিনি থাকছেন নিভেলেনের ভূমিকায়। ইয়েনেন আতর আছেন কোইনের ভূমিকায়, অ্যাগ্রস বজর্ন হবেন ভেরিনা, আয়েশা ফ্যাবিয়েন রস থাকবেন লিডিয়া চরিত্রে এবং সর্বশেষ মেসিয়া সিমসন থাকছেন ফ্রান্সেসকার ভুমিকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here