ঢাকা: কর রাজস্ব আদায়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা’ আজ বুধবার শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে এ মেলার আয়োজন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-৯।

মঙ্গলবার এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলতি ম‍াসের ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৬টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here