আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম সংখ্যালঘু হাজার হাজার রোহিঙ্গাকে যখন হত্যা করেছে মিয়ানমার, দেশ ছেড়ে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে, তখন বিশ্বের মুসলিম সরকারগুলো নীরব ছিল না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন ইসরাইলে তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন তখনও তারা সর্বসম্মতভাবে এর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে। কিন্তুপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনজিয়াংয়ে মুসলিমদের বিরুদ্ধে যে নিপীড়ন চালাচ্ছে চীন সে বিষয়ে তারা পুরোপুরিই যেন নীরব।
আধুনিক ইতিহাসে এটা মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ আক্রমণ।

১০ লাখের মতো চীনা নাগরিককে সিনজিয়াংয়ের বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এর কারণ, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ নয়, অভিযোগ তারা মুসলিম। এ জন্যই এমনটা করা হয়েছে। তাদের আরো অপরাধ তারা এক কোটি মানুষের শক্তিশালী একটি সংখ্যালঘু জাতিসত্ত্বা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here