চীনে শনিবার নতুন করে নয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জানা গেছে, নতুন করে আক্রান্তদের সবাই বিদেশফেরত।
রবিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়, রেকর্ড টানা ১৪ দিন ধরে চীনে স্থানীয়ভাবে কেউ করোনায় আক্রান্ত হয়নি। নতুন করে আক্রান্ত হওয়া নয়জনের মধ্যে তিনজন সাংহাই শহরের, দুইজন চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশেr, দুই জন সিচুয়ান প্রদেশের, একজন তিয়ানজিন শহরের এবং আরেকজন গুয়াংজো প্রদেশের।
এছাড়াও শনিবার উপসর্গহীন আরো চারজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন।