নিউজবাংলা ডেস্ক:

চুয়াডাঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের দেড় কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে রাত ৮টায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থান দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বড় ধরনের একটি চালান পাচার করবে।

jagonews24

এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. খালেকুজ্জামানের (পিএসসি) সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির কমান্ডার হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় জওয়ানরা ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থানে অভিযান চালায়।

এ সময় তারা নওগাঁ জেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে আব্দুল জব্বারকে (৩২) আটক করেন। তার দেহ তল্লাশি করে ১২০ ভরি (১ কেজি ৪০ গ্রাম) স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। উদ্ধার স্বর্ণসহ আসামিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here